সোমবার দুপুরে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মৃতদেহ উদ্ধার। পড়ুয়ার দেহ। একটি পানের বরজের পাশের পুকুর থেকে উদ্ধার হল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দেহ। বাড়ি কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ৯ নম্বর ঘেরিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গ্রামে একটি জলসা হয়েছিল। সেদিন রাতে সে টাকা নিয়ে জলসার ওদিকে খাবার কিনতে গিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় সে বাড়িতে ফেরেনি। এরপরই বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত সোমবার দুপুরে একটা পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুকুরের পাশের মাঠ থেকে ওই নাবালিকার লকেট উদ্ধার হয়েছে। তবে কী ভাবে ওই নাবালিকার মৃত্যু হল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, মদিনাকে খুন করা হয়েছে। যদিও পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু তা জন যায়নি। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাড়ির অদূরে উদ্ধার পড়ুয়ার দেহ!
