কথা ছিল সোমেই চার্জগঠন হবে। তা আর হল না। সোমবার সকালে সংশোধনাগারেই সংজ্ঞা হারান সুজয়কৃষ্ণ ভদ্র। এরপরই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সন্ধ্যায় সেখান থেকে স্থানান্তর করা হয় আলিপুরের বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ভেন্টিলেশনে ‘কালীঘাটের কাকু’।
শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হয়নি। আগামী ২ জানুয়ারি এই সংক্রান্ত পরবর্তী শুনানি। কলকাতা পুলিশ তাঁর নিরাপত্তার বিষয়টি দেখবে বলে জানিয়েছে আদালত। মনে রাখতে হবে, এর আগেও কাকুর কণ্ঠ পরীক্ষা করার আগে কথা বন্ধ হয়ে গিয়েছিল সুজয়কৃষ্ণের।