অসাধু চক্রের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। এবার কেন্দ্রীয় মন্ত্রীর নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো চক্র। ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের ছবি দিয়ে প্রতারণার ছক। সামাজিক মাধ্যমে মিথ্যে বার্তা সম্প্রচার করা হচ্ছে। রবিবারই সেই সংস্থার বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

প্লে-স্টোরে দেখা যাচ্ছে ক্যাশ লোন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে চলছে জালিয়াতি চক্র। শুধু সুকান্ত মজুমদারই নন, আরও নেতা-নেত্রীর ছবি ব্যবহার করে পাতা হচ্ছে ফাঁদ। নেতা-মন্ত্রীদের নামে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। জেলা পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে তদন্ত হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি।

