সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা মাত্র ৪০ বলে করলেন সেঞ্চুরি, বিশেষ বার্তা দিলেন সমর্থকদের

Spread the love

আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা। এই সেঞ্চুরি মাত্র ৪০ বলে তিনি করেছেন। তার ওপর ভরসা করে এদিন হায়দ্রাবাদ ২৪৫ রানের বিরাট লক্ষ্য রাখে তার প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবের কাছে।

সেঞ্চুরির পর পকেট থেকে চিরকুট বের করে সেলিব্রেশন অভিষেক শর্মার। এই চিরকুট কে নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আইপিএলে শনিবারের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। প্রথম ইনিংসের শেষে উইকেটে পাঞ্জাবে স্কোর হয় ২৫৪। মহম্মদ সামি মাত্র চার ওভারে ৭৫ রান দেন।

এই লক্ষ্য অতিক্রম করা বেশ কঠিন ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। কিন্তু অবশেষে ইনিংস শেষ করলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। হেড ৩৭ বলে ৬৬ রান করেন। অভিষেক মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন।
সেঞ্চুরির পর পকেট থেকে একটি চিরকুট বার করেন অভিষেক। যাতে লেখা এই ইনিংসটি অরেঞ্জ আর্মির জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদের সমস্ত সমর্থকদেরকে তিনি উৎসর্গ করেন তার এই শত রান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *