
ব্রিগেডে বন্যা! ২০২৬-এর আগে ব্রিগেড থেকে সিপিআইএমের মহিলা মুখ বন্যা?
ব্রিগেডে বন্যা। এ বন্যা জনতার ঢল নয়। খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু। ব্রিগেডের মঞ্চের মূল আকর্ষণ ছিলেন মাঝবয়সী বন্যা।এককালে সিপিআইএমের স্লোগান ছিল – লাঙল যার, জমি তার। সেই মেঠো সিপিআইএমে শহুরে ছোঁয়া লেগেছে বলে অনেকেই বলেন। এবার বামেদের ব্রিগেডে খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডুই ছিলেন বিশেষ বক্তা। এবার সিপিআইএমের বক্তৃতা তালিকায় ছিলেন না মীনাক্ষি মুখোপাধ্যায়।…