
উদয়পুর ফাইলস: কানাহাইয়া লালের জীবনের উপর নির্মিত ছবির মুক্তি
উদয়পুর নিবাসী কানাহাইয়া লাল, যিনি পেশায় ছিলেন একজন দর্জি, তাঁর জীবন ও হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘উদয়পুর ফাইলস’। ২০২২ সালের সেই মর্মান্তিক ঘটনার পর থেকে ছবির মুক্তি একেবারেই মসৃণ ছিল না। সেন্সর বোর্ডের আপত্তি থেকে শুরু করে আদালতের স্থগিতাদেশ—সব মিলিয়ে দীর্ঘ জটিলতার পর অবশেষে ৮ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি দেখে কানাহাইয়া লালের…