
ব্রিজে রেলিং নেই, পড়ে মরে গেলেন বৃদ্ধ!
১৫ বছর। ব্রিজে রেলিং নেই। সেই ব্রিজেই দুর্ঘটনা। প্রৌঢ়ের মৃত্যু। উত্তেজনা হুগলির আরামবাগের চুনাইটে। ব্রিজের রেলিং তৈরির দাবি আগে একাধিকবার উঠেছিল। আর এবার মৃত প্রৌঢ়ের দেহ রাস্তায় রেখে পথ অবরোধ ও বিক্ষোভ। প্রতিবাদ এবং দাবি তুলে সরব হন মৃতের পরিবার সহ এলাকার মানুষ। এদিন বিকেলে চুনাইট বাসস্ট্যান্ডে দেহ রেখে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চলে।…