KOLKATA: দিলজিতের পায়ে পায়ে বৃষ্টির অনুপ্রবেশ
কলকাতা: হলুদ শহর। দিলজিতের হাতে বাহার। ২৭ নভেম্বর শহর কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্জ। রাজ্যে রাজ্যে ঘুরে ‘দিল-লুমিনাতি ট্যুর’ এবার কলকাতায়। সূর্যমুখী থেকে গাঁদা। হলুদ ফুল হাতে কলকাতা ভ্রমণ। হলুদ ট্যাক্সির সঙ্গে নস্টালজিয়ায় দিলজিৎ। শনিবারের রাতে ঝলমলে শহর কলকাতা। দিলজিতের মুখে কলকাতা নাইট রাইডার্স থেকে শাহরুখ। গানে গানে মাতলো শীতের সিটি অফ জয়।