
অলস দিন কাটাতে কাটাতে নতুন পথ! এবার পরিচালক শান্তনু মৈত্র
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র, যাঁর সুরে ভেসেছে ‘পারিনিতা’, ‘হাজারো খ্বাইশেঁ অ্যায়সি’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবিগুলি—এবার নতুন পরিচয়ে ধরা দিচ্ছেন। সংগীত নয়, এবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই পরিবর্তনের পেছনে রয়েছে তাঁর একান্ত ব্যক্তিগত এক সময়। শান্তনু জানান, কিছুদিন তিনি একেবারে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। দিন কাটত অলসতায়, ডিম-ভাত-আলুভাতে খেয়ে, ঘরের…