
অডিওর পর রেকর্ড হয় ঘুষের ভিডিও। ফোন করে ভিডিও মুছে দেওয়ার মিনতি কালীঘাটের কাকুর। দাবি সিবিআই চার্জশিটে।
প্রাথমিক দুর্নীতি নিয়োগ মামলায় শুধুমাত্র অডিওই নয় এবার একটি ভিডিওর কোথাও জানতে পেরেছে সিবিআই। চাকরি প্রার্থীদের ঘুষের টাকা কিভাবে লেনদেন হত তারই ক্যামেরাবন্দি করেছিলেন ওই মামলার বয়ান দেওয়া এক সাক্ষী। সিবিআই তার এই বয়ান রেকর্ডও করেছে। ওই সাক্ষী জানিয়েছে ওই ভিডিওটি মুছে ফেলতে বারবার ফোন করে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেছেন, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে…