
কালিম্পংয়ে রেশনে নিম্ন মানের চাল সরবরাহের অভিযোগ।অভিযোগ পেয়ে তদন্তে জেলা খাদ্য আধিকারিক।
শঙ্কু সাঁতরা : খাদ্য নিয়ে চির জীবনই দুর্নীতির শিকার হয়েছে পাহাড়ি মানুষেরা। এখনো পর্যন্ত পাহাড়ে মানুষদের সরকারি রেশন বন্টনের মাধ্যমে যে চাল দেওয়া হয়। সে চাল দেখলেই কোন মানুষের ভক্তি আসবে না। কিন্তু পাহাড়ি মানুষেরা ওটাই স্বাভাবিক বলে মেনে নিয়েছে। সাধারণত ওটিকে পাখি খাওয়া চাল বলেই অনেকে বলে থাকেন। সেই রকম একটি দৃশ্য চোখের সামনে…