
Big Breaking: হাওড়ায় বিধ্বংসী আগুন! পর পর বিস্ফোরণ
হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাতেই আগুন। সূত্রের খবর, জালান কমপ্লেক্সের কেমিক্যাল ফ্যাক্টরিতে এই বিধ্বংশী আগুন লেগেছে। খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে poucho দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন ছড়িয়েছে পাশের আরও দু টি কারখানায়।ক্যামিক্যাল ফ্যাক্টরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পর পর ক্যামিকেল এর ড্রামে বিস্ফোরণ হয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে ফ্যাক্টরিতে। আরও আপডেট পেতে…