
কলকাতা মেট্রো মহিলাকে হেনস্থা করার অভিযোগে এক ব্যক্তিকে জুতোপেটা
সোমবার রাতে মেট্রোর মধ্যে এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বাঁধে এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। পুরুষ রাত্রি টিকে কুঁদঘাট স্টেশনে নামিয়ে অভিযুক্তকে আরপিএফ এর হাতে তুলে দেওয়ার আগে জুতোপেটা করা হয়। ঘটনাটি ঘটে কবি সুভাষগামী মেট্রোতে। রাতের ভিড় মেট্রোতে পুরুষযাত্রী মহিলার গায়ে হাত দেন। তা হাতে নাতে ধরে ফেলেন কয়েকজন যাত্রী। উত্তেজনা শুরু…