
জঙ্গলে অগ্নিকাণ্ড!
এলাকায় চাঞ্চল্য। জঙ্গলে অগ্নিকাণ্ড। শুক্রবার ঝাড়গ্রাম শহরের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকের শাল জঙ্গল। সেখানে আচমকাই শুক্রবার রাতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগেও বিভিন্ন জঙ্গলে ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই একই ঘটনাই কি ঘটলো ঝাড়গ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী শাল জঙ্গলে? যদিও কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা…