
কলকাতা বিমানবন্দর ঘিরে বিপদে বহুতল! দমদম-বিধাননগর-বিরাটি-সহ বহু এলাকায় ভাঙার নির্দেশ AAI-এর, চাঞ্চল্য
কলকাতা বিমানবন্দরের (Dum Dum Airport) নিরাপত্তা এবং উড়ান পরিষেবার স্বার্থে এবার কড়া পদক্ষেপ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI)। জানা যাচ্ছে, দমদম, মধ্যমগ্রাম, বিধাননগর এবং বিরাটি সংলগ্ন এলাকায় একাধিক বহুতল নির্মাণ উচ্চতা সীমা লঙ্ঘন করেছে বলে চিহ্নিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এই মর্মে সংশ্লিষ্ট পুরসভাগুলিকে পাঠানো হয়েছে নোটিশ, যাতে স্পষ্টভাবে জানানো হয়েছে—এই সমস্ত বাড়ি নিয়মবহির্ভূত এবং অবিলম্বে…