বড়ুচণ্ডীদাসের মাটিতে একই মঞ্চে আওয়াজ উঠলো ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও বাংলাদেশের নির্যাতিতদের পুনরায় বিচার ও জাস্টিস দেওয়ার।শুরু হল সই সংগ্রহ।
নিজস্ব সংবাদদাতা (বাঁকুড়া): ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ বাঁকুড়ায় বড়ু চণ্ডীদাসের আরাধ্যা দেবী মা বাঁশুলি মন্দিরে মঞ্চের সদস্যরা দেবী মায়ের পূজা দিলেন একই সাথে দাবী তুললেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়, হেঁতাল পারেখ এবং বাংলাদেশের নির্যাতিতদের জাস্টিস দেওয়ার দাবী । ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়…