
রবিবার মহারাষ্ট্রের বিড জেলায় মসজিদে বড়সড় বিস্ফোরণ
সোমবার খুশির ঈদ। আর ঠিক তার আগেই ঘটে গেল বড়সড় বিস্ফোরণ। ঘটনাটি ঘটে রবিবার মহারাষ্ট্রের বিড জেলার একটি মসজিদে। স্থানীয় দুজন বাসিন্দায় এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ভোর চারটে নাগাদ গ্রামের প্রধান বিস্ফোরণের খবর দেন তালওয়াড়া থানায়। তারা এসে দেখেন মসজিদের মধ্যেই বিস্ফোরণ হয়েছে। সুত্র মারফত যারা গিয়েছে অভিযুক্ত এক যুবক মসজিদের…