WEED: গাঁজা পাচারের দায়ে ১২ বছরের কারাবাস
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি যশোর রোডের উপর বি.টি. কলেজের কাছে ১০ চাকার একটি ট্রাক আটক করে বেঙ্গল এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকে মালপত্রের মধ্যে ৪৩৫ কিলো গাঁজা রয়েছে । গ্রেফতার হয় নদীয়া জেলার চাকদা অঞ্চলের বাসিন্দা রামকৃষ্ণ কর্মকার, হুগলির জিরাট নাগপাড়ার নেপাল হালদার, এবং চাকদারই পূর্ব লাবপুরের অজয় সরকার। স্বতঃপ্রণোদিত মামলা…