JHANSI HOSPITAL FIRE: উত্তরপ্রদেশের হাসপাতালে এক-দলা পোড়া শিশু!
কান্নার রোল। অভিশপ্ত উত্তরপ্রদেশের ঝাঁসি। মহারাণী লক্ষ্মী বাই মেডিক্যাল করেছে অগ্নিকাণ্ড। সদ্যোজাতকে স্তন্যপান করাতে করাতে পুড়েছে মহিলার পা। সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসেন তিনি। মর্মান্তিক কাণ্ড যোগীরাজ্যে। ঝলসে এক দলা হয়ে হাসপাতালের বিছানায় পড়ে রয়েছে ১০ সদ্যোজাত। পুড়ে মৃত্যু হয়েছে তাদের। মাটি আঁচড়ে কাঁদছেন বাবা মায়েরা। অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন মেডিক্যাল…