
টয়ট্রেনের ১৪৪তম জন্মদিনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন পরিষেবা ঘোষণা
পুজোর আগে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে আরও তিনটি নতুন রুটে টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী এবং কার্শিয়াং থেকে টুং — এই তিন রুটে চালু হবে নতুন টয়ট্রেন পরিষেবা। অনেক পর্যটক সময় ও শারীরিক কারণে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত দীর্ঘ ট্রেনযাত্রা করতে চান না। তাঁদের…