INDIAN ARMY: মণিপুরে অস্ত্র!
কলকাতা: ভারত সেনা, অসম রাইফেলস এবং মনিপুর পুলিশের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে চূড়াচাঁদপুর জেলার পাহাড়ি ও উপত্যকা অঞ্চল থেকে উদ্ধার প্রায় ১৪ টি অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধে ব্যবহৃত সামগ্রীর ভাণ্ডার। একটি স্নাইপার, একটি ল্যাথোড বন্দুক, ২টি ৯ এম এম পিস্তল এবং একটি এসবিবিএল বন্দুক উদ্ধার হয়েছে। উদ্ধার করা সমস্ত সামগ্রী মণিপুর পুলিশের হাতে হস্তান্তর…