
চাষের জমিতে মহিলাকে ধর্ষণের অভিযোগ
সরুপনগর থানার বল্লির বিল এলাকার ঘটনা ।পেশায় দিনমজুর এক মহিলা আজ সকালে রুটি রুজির তাগিদে এলাকার একটি চাষের জমিতে পাট চাষের মজুরি খাটতে যায় । ওই জমিতে মহিলা তখন একাই কাজ করছিল ।সেই সময় শুনশান এলাকার সুযোগ নিয়ে স্থানীয় এক ব্যক্তি এসে ওই মহিলাকে একটি ঝোপের মধ্যে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ…