
ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে, যাত্রী সুরক্ষায় রেলের বিশেষ নজরদারি
যাত্রী সুরক্ষায় বদ্ধপরিকর রেল। ভারত পাক উত্তেজনার মধ্যে সতর্ক ভারতীয় রেল। শিয়ালদহ ডিভিশনে তৎপর রেলওয়ে প্রটেকশন ফোর্স বা আরপিএফ। হয় অ্যালার্টে রয়েছে আরপিএফ। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন ডিভিশন চলছে কড়াকড়ি। ডগ স্কোয়াডের মাধ্যমে চলছে তল্লাশি। বিভিন্ন স্টেশন এবং ট্রেনেও তল্লাশি অভিযান চলছে। প্রতিটি লেভেল ক্রসিংয়ে আরপিএফ এবং আরপিএসএফ মোতায়েন। প্রতি মুহূর্তে পেট্রোলিং চলছে। রেল লাইনের উপরেও…