
INDIAN RAILWAY: টিকিটে জোর, শিয়ালদহ-বনগাঁ ডিভিশনে ব্যাপক কড়াকড়ি
টিকিট ছাড়া যাত্রা করা অপরাধ। কিন্তু এই অপরাধ প্রত্যেকদিনই করে চলেছেন বহু যাত্রী। এবার তৎপর রেল। ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশী রঞ্জন কুমারের নেতৃত্বে শিয়ালদহ এবং বনগাঁ ডিভিশনের মাঝে চলল টিকিট চেকিং। প্রতিনিধিত্বে ছিলেন শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। প্রায় ৫৮৮ জনকে টিকিটবিহীন যাত্রায় হাতে নাতে ধরা হয়েছে। শুধু টিকিটই নয়, বড় লাগেজ-ও টিকিট ছাড়াই…