
খাওয়ার জলের বোতলে Toilet! মহিলা সেই জল খেলেন?
পানীয় জলের বোতলে প্রস্রাব! এই অভিযোগে দোষী। অপরাধে ৬ বছর সাজা হল নিরাপত্তারক্ষীর। একটি চিকিৎসা কেন্দ্রে দ্বাররক্ষীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। পানীয় জলের বোতলে প্রস্রাব (টয়লেট) করেন ব্যক্তি। তারপর ওই বোতল থেকে পানীয় পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ (HSV-1) এ আক্রান্ত হন তিনি। এই ভাইরাসে ওই মহিলা…