
পর্দায় ফিরছে ‘উমরাও জান’! ৪কে রেজলিউশনে দেখা যাবে রেখার কাল্ট ক্লাসিক সিনেমা
আবার বড় পর্দায় ফিরছে বলিউডের এক অমূল্য রত্ন—‘উমরাও জান’। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছিলেন মুজফফর আলি, যেখানে নামভূমিকায় অভিনয় করেছিলেন রেখা। ছবিটি একাধারে কবিতার মতো মিষ্টি, আবার সমাজবাস্তবতায় ডুবে থাকা এক নারীর সংগ্রামের কাহিনি। লক্ষ্ণৌয়ের নবাবি আমলের পটভূমিতে নির্মিত এই ছবিটি রেখার কেরিয়ারের এক অন্যতম মাইলফলক, যেখানে তাঁর অভিব্যক্তি, অভিনয়, নৃত্য ও সংলাপ…