তামিলনাড়ুর ডি এম কে সরকার বহুবার অভিযোগ করেছে যে তাদের রাজ্যপাল আর এন রবি বিজেপির ঘনিষ্ঠ আরএসএস এর মুখপাত্র।
তুই বিতর্কে ইন্ধন দিলেন রাজ্যপাল নিজেই। ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মাদুরাইয়ে পড়ুয়াদের “জয় শ্রীরাম ধ্বনি” দিতে বললেন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের মুখে রাজ্যপাল রবি।
মাদুরাই এ কলেজে ভাষণের সময় তামিলনাড়ু রাজ্যপাল পড়ুুয়াদেরকে “কাম্বা রামায়ণনে”র কবিকে সম্মান জানাতে বললেন। বললেন, “চলুন আজ শ্রদ্ধা জানাই মহান এক রাম ভক্তকে। আমার সঙ্গে আপনারাও বলুন জয় শ্রীরাম।
ডিএমকে মুখপাত্র ধরণী ধরণ বলেন, “এই কাজ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। রাজ্যপাল বারবার তার অবমাননা করেন। তিনি একজন আরএসএস মুখপাত্র।” কংগ্রেস বিধায়ক হাসান মৌলানার কটাক্ষ উক্তি, “উনি একজন ধর্মীয় নেতার মত আচরণ করছেন, ধর্ম প্রচার করছেন।”