ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে টাটার বড় পদক্ষেপ, স্বাক্ষরিত হল গুরুত্বপূর্ণ চুক্তি

Spread the love

ভারতীয় রেলের আধুনিকীকরণে এবার বড় ভূমিকা নিতে চলেছে টাটা গোষ্ঠী। সম্প্রতি রেল মন্ত্রকের সঙ্গে টাটা প্রোজেক্টসের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে রেল পরিকাঠামো উন্নয়ন, স্মার্ট সিগনালিং ব্যবস্থা, ইঞ্জিনিয়ারিং ও নির্মাণের কাজ করবে টাটা।চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন রেলস্টেশনের রিডেভেলপমেন্ট, নতুন প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা ও পরিষেবার মান উন্নয়নের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় সরকারের ‘ভারত নির্মাণ’ ও ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের রেল ব্যবস্থাকে ২১শ শতকের উপযোগী করে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। টাটা গোষ্ঠী সূত্রে খবর, তারা নিজেদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে বদ্ধপরিকর।এই উদ্যোগ সফল হলে তা শুধু যাত্রী পরিষেবার মান বাড়াবে না, পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিকও খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *