ইন্টারন্যাশনাল মাস্টার্স লীগে শচীন তেন্ডুলকারের ব্যাটিং দেখে অনেক ক্রিকেট ভক্তই বেশ চিন্তায় পড়ে যেতে পারেন। তেন্ডুলকর সাহেবের ব্যাটিং প্রশ্ন তুলতেই পারে যে সালটা ২০২৫ নাকি ২০০৫। তবে ইন্টারন্যাশনাল মাস্টার লীগে তার ব্যাটিং দেখে ভক্তরা একটাই কথা বলছেন “ঈশ্বর যেন ক্রিকেট খেলতে নেমেছেন স্বয়ং।”
ইন্টারন্যাশনাল মাস্টার্স লীগ অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে। প্রথম থেকেই ভারত দুরন্ত ছন্দে রয়েছে। শচীন ছাড়াও ভারতের স্কোয়াডে রয়েছেন সুরেশ রায়না, ইউসুফ পাঠান, যুবরাজ সিংয়ের মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা।
ভারতের মাস্টাররা সহজেই শ্রীলংকার বিরুদ্ধে জিতে যায়। তবে সকলে নজর ছিল মাস্টার ব্লাস্টারের ওপর। ২১ বলে ৩৪ রান তুললেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পাঁচটা চারের সঙ্গে একটি ছক্কা হাঁকান শচীন।
শুধু তাই নয়, যে ভঙ্গিতে মাস্টার ব্লাস্টার ব্যাট করছিলেন তা দেখে বোঝা অসম্ভব যে তার বয়স ৫১। স্ট্রেট ড্রাইভ তো ছিলই, সেই সঙ্গে উপহার হিসেবে ছিল কভার ড্রাইভ। কার ফুট ওয়ার্ক দেখে বোঝা অসম্ভব যে তিনি ১২ বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ৩৬ হাজার দর্শক মুগ্ধ হয়ে শচীন তেন্ডুলকারের ব্যাটিং দেখলেন, ক্যামেরাবন্দি করলেন।