পথপ্রদর্শক কর্মসূচির অধীনে হিলিতে ৪২ জন ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ চাকরির প্রশিক্ষণ শুরু করল পুলিশ প্রশাসন।
আজ হিলিতে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক পাস করা ৪২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে আর্মি, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিভিন্ন পদে (যেমন SI, কনস্টেবল, SSC GD, অগ্নিবীর) নিয়োগ পরীক্ষার জন্য ফিজিক্যাল ও রিটেন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ,এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে
আজ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন হয়। আগামীকাল থেকেই ট্রেনিং শুরু হবে। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, এই উদ্যোগে পিছিয়ে পড়া অঞ্চলের যুবসমাজ উপকৃত হবে।