বাংলাদেশ বিদ্যুৎ সংকটে, এসি ব্যবহারে নিয়ন্ত্রণ

Spread the love

সম্প্রতিকালে আদানি গোষ্ঠী অসম্মত হয়েছে বাংলাদেশকে বিদ্যুৎ শুল্কে ছাড় দিতে। তাই বাধ্য হয়ে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে নির্দেশিকার জারি করল বাংলাদেশ।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান নির্দেশই খায় বলেছেন, আসন্ন রমজান মাস এবং গোটা গ্রীষ্মে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। এই নির্দেশিকা না মানা হলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি দপ্তরের পক্ষ থেকে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেহেতু বদলে গিয়েছে , তাই আওয়ামী লীগের একাধিক বাণিজ্যিক চুক্তি নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের বিদ্যুৎ কেনার চুক্তিটি। একদিকে বকেয়া দেনা শোধ করতে চাপ দিয়েছে আদানি গোষ্ঠী ইউনুসের সরকারকে। অন্যদিকে ঢাকার তরফে বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ করা হয়েছে। শুল্কে ছাড়ের দাবিও জানানো হয়েছে।

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, আদানি গোষ্ঠী গত সপ্তাহে অসম্মতির কথা জানিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে বিদ্যুৎ খরচে হ্রাস আনতে ইউনুসের অন্তবর্তী সরকার এই নির্দেশিকা জারি করেছে।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের ভাষায়, “এর ফলে দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *