শিয়ালদহ রানাঘাট ডিভিশনে জোরদার টিকিট চেকিং অভিযান সারা হল। শিয়ালদহ শাখার অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার শ্রী রবি শংকর প্রসাদ এবং শ্রীমতি মহুয়া দাস গোটা টিকিট চেকিং অভিযানে নিজেদের যথাসাধ্য চেষ্টা করেছেন। গোটা কর্মকাণ্ড ছিল শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শ্রী পবন কুমার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী দীপক নিগমের নেতৃত্বাধীন। রেল সূত্রে খবর, ৭৪৯ টি ঘটনা রেলের কাছে এসে পৌঁছেছে। তারমধ্যে ২৩৮ টি কেসে যাত্রী উপযুক্ত টিকিট দেখাতে পারেননি। পাশাপাশি ৫১১ টি কেসে যাত্রীর কাছে থাকা সামগ্রীর উপযুক্ত টিকিট নেই। সব মিলিয়ে জরিমানা করে ৯৮ হাজার ৩১৫ টাকা বাজেয়াপ্ত করেছে রেল।

বর্তমান রেল ব্যবস্থা যাত্রী সুরক্ষায় যতটা মনোযোগী, ঠিক ততটাই যাত্রীদের সুস্থ পরিষেবা দিতেও প্রস্তুত। সেই কারণে টিকিট কাটার জন্য অনলাইন ব্যবস্থা বহুদিন আগেই চালু করা হয়েছে।। যে অনলাইন ব্যবস্থার মাধ্যমে বিরাট লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার আর প্রয়োজন পড়ে না। তবুও যাত্রীদের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার অভাব দেখা দেয়। সে সমস্ত যাত্রীদের সতর্ক করতে শিয়ালদহ শাখার তরফে এই টিকিট অভিযান।