সোমবার ঈদ উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে। শনিবার এই বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঈদের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করবে ২৩৬ টি। অন্যান্য দিনে এই সংখ্যা থাকে ২৬২ টি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। ছবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ছটা ৫০ মিনিটে।
এছাড়াও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩০মিনিটে। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে ৯.২৮ মিনিটে।
সেক্টর ফাইভ থেকে শিয়ালদা আগামী মেট্রোর যাত্রা শুরু হবে সকাল ৭:৫ মিনিট থেকে। শেষ মেট্রো সার্ভে রাত ৯.৩৫ মিনিটে।