অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বৈকুণ্ঠ তার দর্শন টিকিট কাউন্টারের কাছে। বৈকুণ্ঠ একাদশী ও বৈকুণ্ঠদার দর্শনের জন্য ১০ই জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে।
দশ দিনের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করা হয়েছে তিরুপতি মন্দিরে। দর্শনের জন্য ৪০০০ এরও বেশি ভক্তের উপস্থিতি হয়েছিল ঐদিন। দর্শনের টোকেন পেতে বিশাল ভিড়ে প্রায় ছয় জন পদদলিত হয়।
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু গভীর শোকাহত এবং আহতদের জন্য যথাযথ ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
২০২৪ সালে বিহারের জোহানাবাদে এক মন্দিরে কানুয়ারীদের ভিড়ে রাত সাড়ে বারোটা নাগাদ পদো পৃষ্ঠ পরিস্থিতি তৈরি হয়। কমপক্ষে সাত জন ওই ঘটনায় মারা গিয়েছিলেন তার মধ্যে ৫ জন ছিলেন মহিলা। আহত হয়েছিলেন আরো ৯ জন। স্থানীয় বাসিন্দাদের মতে ভি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না প্রশাসনের। এবারও কি একই কারণ, উঠছে প্রশ্ন।