টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সবাইকে চমকে দিয়ে বিদেশে বিয়ে করে ফেললেন। তিনি জানিয়েছিলেন যে লাস ভেগাসে ছুটি কাটাতে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে ঘটে গেল তাঁর জীবনের বড় ঘটনা—বিয়ে।
পাত্রের নাম সুজিত বসু। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং আইটি পেশার সঙ্গে যুক্ত। জানা গেছে, তাদের প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। এক বন্ধুর মাধ্যমে দু’জনের প্রথম আলাপ, তারপর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। কিছুদিন আগে সুজিত হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রপোজ করেন। এরপর আর দেরি না করে লাস ভেগাসেই বিয়েটা সেরে ফেলেন তাঁরা।

তবে বিয়েটা ছিল বিদেশি স্টাইলে—‘হোয়াইট ওয়েডিং’। তনুশ্রী সাদা গাউনে ছিলেন একেবারে নতুন কনের মতো। কিন্তু বাঙালি স্টাইলও বাদ পড়েনি—হাতে শাঁখা-পলা আর সিঁথিতে সিঁদুর ছিল পুরোপুরি ঐতিহ্যের ছাপ।
বিয়ের সময় তনুশ্রীর মা-বাবা উপস্থিত থাকতে পারেননি, তবে ভিডিও কলে সব দেখেছেন। তনুশ্রী জানিয়েছেন—
“ভাবিনি এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। দেশে ফিরে অনুষ্ঠান করার কথা ভেবেছিলাম। কিন্তু মানুষ ভাবে এক, হয় অন্য।”
বিয়ের পর অভিনয় ছাড়বেন কি? উত্তরে অভিনেত্রী বলেন—
“না, অভিনয় চালিয়ে যাব। দেশ-বিদেশ—দুই জায়গাতেই থাকব।”
এখন তারা হানিমুনে ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা করেছেন।
এখন দেখার বিষয়—কলকাতায় ফিরে টলিপাড়ায় রিসেপশন কবে হয়।
ভক্তরা সেই ঘোষণার অপেক্ষায়।



