সোমবার সকাল থেকে তীব্র গরম। সঙ্গে ব্যাপক যানজটের কারণে ভোগান্তি সাধারণ মানুষের। রামপুরহাটের ঘটনা।
রামপুরহাট শহরে যানজট নিয়ন্ত্রণ একেবারে ভেঙে পড়েছে। অভিযোগ তুললেন খোদ জনপ্রতিনিধি। সোমবার এই অভিযোগ তোলেন শহরের বাসিন্দা তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। বিধায়কের অভিযোগ অভিযোগ, রামপুরহাট শহরে ট্রাফিক ব্যবস্থা চূড়ান্তভাবে ভেঙে পড়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না। কেউ কোনও নিয়ম মানছে না। বিধায়ক নিজে ভয় প্রকাশ করে বলেন আমি সাইকেল চাপাও ছেড়ে দিয়েছি যানজটের কারণে। তিনি জানান, আমি এই ট্রাফিক ব্যবস্থা নিয়ে বীরভূম পুলিশ সুপারকে দেখা করে বিষয়টি জানাবো।
জাতীয় সড়ক থেকে শহরের প্রধান প্রধান রাস্তা— কোথাও নজরদারি নেই। হাজার হাজার টোটো ছুটে চলেছে অবাধ গতিতে। আর সেই দৌরাত্ম্যেতে অতিষ্ঠ শহরবাসী। ১৪ নাম্বার ‘জাতীয় সড়কের উপর রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত যানজটে নিত্য দিনের ভোগান্তির কারণ। সোমবার সকাল থেকে জাতীয় সড়কে ব্যাপক যানজট দেখা যায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে যেতে তীব্র গরমে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে, রাস্তায় যানজট সৃষ্টি হয় এত পরিমানে অ্যাম্বুলেন্স কেও দাঁড়িয়ে পড়ে।
জাতীয় সড়কের উপর সাদা দাগের বাইরে পথচারীরা হাঁটবেন, এটাই নিয়ম। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এলাকা থেকে জাতীয় সড়ক ধরে ভাঁড়শালাপাড়া মোড় পর্যন্ত আসার পথে দেখা যাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এমনই অভিযোগ।