মাতৃবিয়োগের ১ বছর, মা তো মা-ই হয়
পৌষ সংক্রান্তির দিন না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। দেখতে দেখতে ১টা বছর। মায়ের বাৎসরিক সারলেন অভিনেত্রী – তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। ‘মেরে মা কে বরাবর কই নেহি’ ক্যাপশন লিখেছেন সায়নী।
২০২৩ এর জুলাই মাস থেকেই অসুস্থ ছিলেন সুদীপা ঘোষ। গত বছর পৌষ সংক্রান্তিতে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে ছিলেন তিনি। শোনা গিয়েছিল, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সুদীপা দেবীর। দীর্ঘ প্রচেষ্টা, বহু চিকিৎসার করো সে রক্ষা করা যায়নি। ২০২৪ সালে মাতৃবিয়োগ ঘটে সায়নী ঘোষের।
মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে সে ভাবে কখনওই কথা বলতে শোনা যায়নি সায়নীকে। গত পঞ্চায়েত ভোটের সময় শুধু একবার দলের হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করার কারণ হিসাবে জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা।