চা বলয়কে হাতিয়ার করে উত্তরবঙ্গে ফুলেফেঁপে উঠতে চাইছে তৃণমূল। চা বলয়ে ছাব্বিশের ঘুঁটি সাজাতে বুথওয়াড়ি সম্মেলনে জোর। কোন্ বুথে জয়, কোন্ বুথে হাড্ডাহাড্ডি লড়াই, কোন্ ফর্মুলায় জয়, চা শ্রমিকদের কী সমস্যা- তা বুঝতে পথে নামাই ভরসা। প্রথমে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ৪৮৩টি বুথ ধরে ৩ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ‘লাইন মিটিং’ চলবে। হিসেব বলছে, ২০১৯ সালে আলিপুরদুয়ারের ৫ বিধানসভায় পরাজিত হয় তৃণমূল। তারপরই ২০২২ সালে চা শ্রমিকদের প্রথম সমাবেশ হয়েছিল মালবাজারে। সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একটানা নবজোয়ার কর্মসূচি। তারপরই আলিপুরদুয়ারে ৫০-৫০ ভাগাভাগি হয়েছে ভোট। প্রায় ৯৯টি বুথের সিংহভাগেই তৃণমূলের জয়। অর্থাৎ বলাই চলে চায়ের জলে ফুটতে শুরু করেছে চব্বিশের রাজনীতি। বিধানসভায় উত্তরবঙ্গ দখলে মরিয়া তৃণমূল
TMC: উত্তর দখলে মরিয়া তৃণমূল, ছুটছে চা বলয়ে
