TMC: উত্তর দখলে মরিয়া তৃণমূল, ছুটছে চা বলয়ে

Spread the love

চা বলয়কে হাতিয়ার করে উত্তরবঙ্গে ফুলেফেঁপে উঠতে চাইছে তৃণমূল। চা বলয়ে ছাব্বিশের ঘুঁটি সাজাতে বুথওয়াড়ি সম্মেলনে জোর। কোন্ বুথে জয়, কোন্ বুথে হাড্ডাহাড্ডি লড়াই, কোন্ ফর্মুলায় জয়, চা শ্রমিকদের কী সমস্যা- তা বুঝতে পথে নামাই ভরসা। প্রথমে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ৪৮৩টি বুথ ধরে ৩ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ‘লাইন মিটিং’ চলবে। হিসেব বলছে, ২০১৯ সালে আলিপুরদুয়ারের ৫ বিধানসভায় পরাজিত হয় তৃণমূল। তারপরই ২০২২ সালে চা শ্রমিকদের প্রথম সমাবেশ হয়েছিল মালবাজারে। সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একটানা নবজোয়ার কর্মসূচি। তারপরই আলিপুরদুয়ারে ৫০-৫০ ভাগাভাগি হয়েছে ভোট। প্রায় ৯৯টি বুথের সিংহভাগেই তৃণমূলের জয়। অর্থাৎ বলাই চলে চায়ের জলে ফুটতে শুরু করেছে চব্বিশের রাজনীতি। বিধানসভায় উত্তরবঙ্গ দখলে মরিয়া তৃণমূল


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *