ভাতারের বামশোড় গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দুইতলা বাড়ি । অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ জন সদস্য। আহত দুই।বাড়ির সমস্ত মালপত্র মাটি চাপা পড়ে গেছে।
এই দুতালা বাড়িতে থাকতো চারটি পরিবার।
পরিবারের প্রধান হলেন আজিজুল শা।
দুর্ঘটনার সময় বাড়িতে ছিল প্রায় ১২ জন।
দিনের বেলায় এই ঘটনা ঘটায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পরিবারের লোকজন।