উর্বশী রাউটেলা উইম্বলডনে কেট মিডলটনের সঙ্গে দেখা করার দাবি, ৪টি লাবুবু পুতুলসহ ছবি ঘিরে হাসির ঝড় নেটপাড়ায়

Spread the love

বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা সম্প্রতি উইম্বলডন ২০২৫-এ উপস্থিত হয়ে ফের ভাইরাল হলেন। তবে এবার আলোচনার কেন্দ্রে তার গ্ল্যামার নয়, বরং তার দাবি করা এক ‘রয়্যাল’ সাক্ষাৎ এবং ব্যাগে ঝোলানো চারটি লাবুবু পুতুল। সাদা লেসের গাউন পরে উইম্বলডনের গ্যালারিতে বসে থাকা উর্বশী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটনের সঙ্গে দেখা করে সত্যিই সম্মানিত বোধ করছি।”

তবে ছবিতে স্পষ্ট দেখা যায়, কেট মিডলটন তার দিকে তাকিয়েও নেই, এমনকি কোনো যোগাযোগও হয়নি বলে মনে হচ্ছে। এই পোস্ট ঘিরেই নেটিজেনদের একাংশ ট্রোলিংয়ে মেতে ওঠেন। কেউ লিখেছেন, “১ কিমি দূর থেকে দেখা মানেই দেখা নয় দিদি,” আবার কেউ বলছেন, “উর্বশীই একমাত্র ভারতীয় মহিলা, যিনি একসঙ্গে চারটি লাবুবু বহন করেন।” অনেকে মজা করে বলেন, “এতগুলো পুতুল নিয়ে মাঠে ঢুকতে দেয় কীভাবে?”

লাবুবু পুতুল বর্তমানে ফ্যাশন ও কালেক্টিবল দুনিয়ায় ট্রেন্ডিং নাম। বিভিন্ন সেলিব্রিটির ব্যাগে এগুলো দেখা যাচ্ছে। এমনকি উইম্বলডনের কিছু খেলোয়াড়কেও এই পুতুল উপহার দিতে দেখা গেছে।

এই ঘটনায় আবারও প্রমাণ হলো, ক্যামেরার সামনে কতটা উপস্থিতি থাকলেই তা ‘মিটিং’ বা ‘সাক্ষাৎ’ হয়ে যায় না, আর বলিউডের গ্ল্যামার আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল রিয়েলিটি একসঙ্গে মিশে গেলে কীভাবে তা ভাইরাল হয়ে ওঠে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *