বিয়ের মুহূর্তে ফিরলেন বরুণ, আবার বিয়ে?
বিয়ের মুহূর্ত যেন পুনর্নির্মাণ করলেন বরুণ ধবন। স্ত্রী নাতাশার সঙ্গে চোখে চোখ এবং করজোড়ে তাকানোর মুহূর্ত করলেন রি-ক্রিয়েট।
২০২২ সালে ভেদিয়ায় শেষ কাজ করেছিলেন বরুণ। আবার ফিরছেন বড় পর্দায়। অভিনেত্রী কীর্তির সঙ্গে আসছেন বরুণ। ছবির নাম -বেবি জন। সেই ছবিতেই একটি গান , হাজার বার। সঙ্গে শ্রেয়া অরিজিতের যুগলবন্দী। এই গানেই কীর্তির সঙ্গে বিয়ের মুহূর্তের সঙ্গে মিলে গেল বরুণের রিয়েল লাইফের বিয়ের মুহূর্তে সিন।