উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়কে গাঁজা! বীরশিবপুরে কলকাতা মুখী লেনে গাঁজা উদ্ধার। সূত্র মারফৎ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। যা ২টি গাড়িকে আটক করে গাড়ি থেকে পাওয়া গেছে প্রায় ৭০ কেজি গাঁজা।
২ টি গাড়ি আটক করা হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৬ টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর, ওড়িশা থেকে গাঁজা নিয়ে যাওয়া দক্ষিণ ২৪ পরগনায়। তাতেই ছিল ৫ যুবক। ৫ জনের মধ্যে ৩ জন ওড়িশার ও ২ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা
জাতীয় সড়ক থেকে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার!
