মাসির বাড়ি গিয়ে মৃত্যু

Spread the love

মাসির বাড়ি বেড়াতে এসে জলে ডুবে প্রাণ গেল দুই শিশুর।স্বরূপনগরের বিথারী উত্তর পাড়া এলাকার ঘটনা, দুই শিশুর বাড়ি বনগাঁর গোপালনগরে । তারা দিদিমার সাথে স্বরূপনগরের বিথারীতে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল ।দুই ভাই বোন পাশেই বাওড়ে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। । এবং তাদের মৃত্যু হয় ।তাদের খুঁজে না পেয়ে এলাকার মানুষ জলে নেবে তাদেরকে উদ্ধার করে ।সারাপুল হাসপাতালে আনলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *