মিউজিক কনফারেন্স পশ্চিমবঙ্গে

Spread the love

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমী তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে একটি ক্লাসিকাল মিউজিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
কনফারেন্স চলবে ১৫ই জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রবীন্দ্র সদন একতারা মুক্ত মঞ্চের প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরুর সময়সূচি আপাতত নির্ধারিত হয়েছে বিকেল পাঁচটা থেকে।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলার রাগ সঙ্গীত প্রদর্শনী দেখা যাবে।


১৫ তারিখ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিখ্যাত বাঁশিবাদক পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। সঙ্গে থাকবেন কন্ঠে কোয়েল দাশগুপ্ত নাহা, তবলায় সৌমেন সরকার, ওস্তাদ সাবিব খান, পন্ডিত সমর সাহা, হারমোনিয়ামে হীরণময় মিত্র, সেতারে উস্তাদ নিষাদ খান।
১৬ই জানুয়ারি অনুষ্ঠানে থাকবেন সেতারই উস্তাদ শহীদ পারভেজ , তবলায় হিন্দোল মজুমদার ,পণ্ডিত কুমার বোস, পন্ডিত স্বপন চৌধুরী, হারমোনিয়ামে থাকবেন কমলাক্ষ মুখার্জি ও হিরন্ময় মিত্র কন্ঠে রজনীশ মিশ্র এবং রিতেশ মিশ্র।
১৭ ই জানুয়ারির অনুষ্ঠানেও থাকবেন বাংলা খেয়ালের অন্যতম কবির সুমন ছাড়া আরো অন্যান্য শিল্পী বৃন্দ।
অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোন টিকিটের ব্যবস্থা করা হয়নি। সকলেই এই অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ উপভোগ করতে পারেন


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *