টোটোর স্প্রিং পেঁচিয়ে খুন, ভাঙা হয়েছে ঘাড়। তারপর ধর্ষণ! রাতের নিউটাউনে খুনের পর ধর্ষণের মতো অভিযোগ, বিকৃত মানসিকতার অনন্য নজির। নিউটাউনে নাবালিকা মৃত্যু-কাণ্ডে একাধিক সংবাদমাধ্য়মে চাঞ্চল্যকর বয়ান অভিযুক্ত টোটো চালকের স্ত্রীর।
নাবালিকার পরিচয় গোপনে তার মুখে কামড়। মুখ বিকৃত করতেও পাশবিকতার পরিচয়। অপরাধের পরও কোনও অনুশোচনা নেই। শাস্তি চাইলেন স্ত্রী। স্মার্টসিটি নিউটাউনে হাড়হিম হত্যাকাণ্ড, তারপর মরদেহ ধর্ষণের অভিযোগ। আরজিকর কাণ্ডের পর গেল আরও একটা প্রাণ। তারপর বাড়ল তৎপরতা।
টোটোর স্প্রিং পেঁচিয়ে খুন, ভাঙা হয়েছে ঘাড়। তারপর ধর্ষণ!
