এ এক বিরল ছবি। বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান। এই অভিযানে গ্রামের মহিলাদের পাশে পেল পুলিশ। পুরুলিয়ার কেন্দা থানা এলাকার বানসা গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে আন্দোলনের নামে গ্রামের মহিলারা। আর সেই আন্দোলনে পুলিশ প্রশাসনকে পাশে পায় আন্দোলনকারী মহিলারা। এবার সেই বেআইনি মদের ঠিকানায় পুলিশকে নিয়ে গেল গ্রামের মহিলারাই। এদিন বানসা গ্রাম সংলগ্ন বেশ কিছু এলাকায় পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা প্রায় ১০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল নষ্ট করে দেয়। পুলিশের ভয়ে পালিয়ে যায় মদ কারবারিরা। এলাকায় চলছিল বেআইনি মদের রমরমা ব্যবসা। মহিলাদের আন্দোলনে প্রকাশ্যে এলো। গ্রামের মহিলারা জানিয়েছেন এই শেষ নয় আন্দোলন চালিয়ে যাবে তারা।
পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের চোলাই অভিযান!
