আমেরিকায় ১০ হাজার খুনি?

Spread the love

আমেরিকায় ১০ হাজার খুনি?

আমেরিকায় জঙ্গি? মার্কিন মুলুকে রয়েছে প্রায় দশহাজার খুনি। হাজার হাজার জঙ্গি ছড়িয়ে রয়েছে আমেরিকায়। প্রেসিডেন্ট পদে বসেই বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের। এক মার্কিন সংবাদমাধ্যম দাবি এমনি নাকি বলেছেন প্রেসিডেন্ট।
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সদ্য সরব হতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। দ্রুতই এর বিরুদ্ধে পদক্ষেপে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর সেই সময়ই তাঁর এই ‘জঙ্গি’ সংক্রান্ত মন্তব্যকে নিছকই সহজভাবে নিচ্ছে না ওয়াকিবহাল মহল।
ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ‘আমেরিকায় হাজার হাজার জঙ্গি। এমনকি দশহাজার খুনি রয়েছে। তারা নির্বিবাদে স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে।’ ট্রাম্পের দাবি, এদের মধ্যে অনেকেই অন্য দেশ থেকে এখানে এসেছে। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলার প্রসঙ্গও তুলেছেন। নানা মহল মনে করছে, তাহলে কি যারা বাইরে থেকে আমেরিকায় রয়েছেন, তাদেরই কি জঙ্গি ইঙ্গিত করলেন?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *