চুরির বাইক নিয়ে ঘুরতে বেড়িয়ে স্করপিওর সঙ্গে ধাক্কা, হাতেনাতে ধরা পড়লো চোর। ঘটনাটি ঘটেছে তেহট্টের মালিাপোতায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার নাকাশিপাড়ার বীরপুর থেকে আরাফাত মন্ডল নামে এক ব্যক্তির বাইক চুরি হয়। এরপর থেকে বাইকের খোঁজ শুরু করেন ওই ব্যক্তি। আজ দুপুরে চাপড়ার সোনপুকুর এলাকায় তাঁর এক আত্মীয় এক যুবককে চুরি যাওয়া বাইক চালিয়ে যেতে দেখে পিছু ধাওয়া করেন। ওই যুবক বাইক নিয়ে পালানোর সময় মালিয়াপোতায় একটি স্করপিওর সঙ্গে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হয় ওই যুবক। স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায় তার নাম কুনাল মণ্ডল, বাড়ি বীরপুরে। স্থানীয়দের অনুমান এই যুবকই বাইক চোর, তবে ওই যুবকের দাবি তার এক বন্ধু বাইকটি চুরি করেছিল। তেহট্ট থানার পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।
চুরির বাইক নিয়ে হাওয়া খেতে বেড়িয়ে দুর্ঘটনা, বাইক সহ হাতেনাতে ধরা পড়ল দুষ্কৃতী
