রক্তবিলাসী পাকিস্তান। যোগ্য জবাব দিয়েছে ভারত। জম্মু কাশ্মীরের পর্যটন ধ্বংস করে জঙ্গি চাষ করতেই টার্গেট টুরিস্ট স্পট পহেলগাঁও। বাইশে এপ্রিল নিরীহ নাগরিক খুন করে জঙ্গিরা। কিন্তু পাকিস্তানি নাগরিকদের মারেনি ভারত। বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাওঁয়ে হামলা। জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয় বৈসরন উপত্যকা। পনেরো দিনের মধ্যে বদলা। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের বুকে ভারতের দাপট। অপারেশন সিঁদুর। একের পর এক মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে নয়টি জঙ্গি ঘাঁটি। জঙ্গি তোষণকারী দেশ পাকিস্তান। পহেলগাওঁয়ে জঙ্গি হামলার মাথাও পাকিস্তান। এই হামলায় সরাসরি জড়িত লস্কর-ই-তইবার মতো একাধিক জঙ্গি গোষ্ঠী।কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানে তিন দশক ধরে টেরর ইনফ্রাস্ট্রাকচারের নির্মাণ হচ্ছে। রিক্রুটমেন্ট, ইনডকটিনেশন সেন্টার এবং ট্রেনিং এরিয়া রয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। PoJ তেও রয়েছে।পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি। ভারতে জম্মু-কাশ্মীরের মূল ভিত্তি পর্যটন। সেই ভিত্তি নষ্ট করতেই বেছে বেছে পর্যটনকেন্দ্রে জঙ্গি হামলা। পর্যটকদের খুন। বিক্রম মিসরি, বিদেশ সচিব জানান, জম্মু কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পর্যটন অর্থ ব্যবস্থার ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে। এই হামলার মুখ্য উদ্দেশ্যেই ছিল এই পরিস্থিতিকে নষ্ট করা। গতবছর সোয়া দু’কোটি পর্যটক কাশ্মীরে এসেছিলেন। এই হামলার উদ্দেশ্য ছিল, বিকাশ এবং প্রগতিকে নষ্ট করা যায়। পাকিস্তান থেকে জঙ্গিদের সাহায্য করা যায় এই জমির মাধ্যমে।
জম্মু কাশ্মীরকে স্বাভাবিক ছন্দে ফিরতে দিতে চায় না পাকিস্তান?
