জাতীয় সড়কের পাশে জঙ্গল থেকে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ! ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায়। বুধবার দুপুর নাগাদ নারায়ণগড় থানার ডহরপুরের কাছে জাতীয় সড়ক সংলগ্ন একটি জঙ্গল থেকে বছর ৩৭-র ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম প্রভাত জানা। তিনি নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের গুঁড়ি বুথের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যদিও, পুলিশের প্রাথমিক অনুমান, প্রভাত জানা নামে ওই তৃণমূল নেতা আত্মঘাতী হয়েছেন।
স্থানীয় একটি সূত্রে দাবি করা হয়েছে, স্ত্রী-র সাথে ইদানিং বনিবনা হচ্ছিলনা প্রভাতের। প্রভাত অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও ওই সূত্রের দাবি। এনিয়ে অশান্তির কারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয় ওই সূত্রের। নারায়ণগড় থানার পুলিশ আধিকারিকরাও প্রাথমিকভাবে ওই দাবির সত্যতা খুঁজে পেয়েছেন বলে জানা গেছে।
জাতীয় সড়কের পাশে জঙ্গল থেকে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ!
